সাফ থেকে পদত্যাগ করলেন হেলাল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩৫ পিএম, ০৩ মার্চ ২০২৫

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। চলতি বছরের শুরুতে নতুন করে চুক্তি নবায়ন করেছিলেন তিনি, তবে কয়েক মাসের মধ্যেই দায়িত্ব ছাড়তে হলো এই অভিজ্ঞ সংগঠককে।
গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন হেলাল, যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাফ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হেলাল গণমাধ্যমকে বলেন, 'হ্যাঁ, আমি সাফের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। চিঠিতে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।'
২০১৫ সালে সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়া হেলাল চলতি বছরের শুরুতে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তবে মাত্র দুই মাসের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'হেলাল সাহেব পদত্যাগ করেছেন, তবে কেন করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন। ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে।'