লোকমান খালাস, মে মাসে মোহামেডানের নির্বাচন


লোকমান খালাস, মে মাসে মোহামেডানের নির্বাচন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ অতিরিক্ত দুই বছর পেরিয়ে গেলেও নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। ২০২৩ সালের ৫ মার্চ হওয়ার কথা ছিল নির্বাচন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না করায় আইনী জটিলতায় এড়াতে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১ মার্চ) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। আগামী ৩ বা ১০ মে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে।  

আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন মোহামেডান ক্লাবের সাবেক ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া। ক্যাসিনোকান্ড ও মানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস পাওয়ার একমাস পর শনিবার সাংবাদিকদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। 

২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং মামলা করে লোকমানের বিরুদ্ধে। তার আইনজীবী মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, দুদকের আনিত অভিযোগের সত্যতা না মেলায় আদালত বেকসুর খালাস দেন আমার মক্কেল লোকমান হোসেন ভূঁইয়াকে।

মামলার কারণে মোহামেডান ক্লাব এবং বিসিবির পরিচালক পদে নির্বাচন করতে পারেননি লোকমান। 

তার আইনজীবী জানান, মামলা নিষ্পত্তি ও নির্দোষ প্রমাণিত হওয়ায় ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতে কোনো বাঁধা থাকছে না। 

লোকমান ভূঁইয়া ক্লাব ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×