ইংল্যান্ডকে বিদায় করে সেমির আশায় আফগানরা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:২৯ এম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেও হেরেছিল ইংল্যান্ড। এবার আফগানিস্তানের ৩২৬ রান তাড়া করতে নেমে ৮ রানে হেরেছে ইংলিশরা।
দুই ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বিদায় নিয়েছে 'বাজবলের' বার্তা দেওয়া ব্রেন্ডন ম্যাককালামের ইংল্যান্ড। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাচিয়েছে আফগানিস্তান।
ইংল্যান্ড গ্রুপ পর্বে তাদের নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
লাহোরে বুধবার শুরুতে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ব্যাটে ভর করে বড় রান করে আফগানিস্তান। তিনি ক্যারিয়ার সেরা, আফগানিস্তানের সেরা ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১৭৭ রানের ইনিংস খেলেন। ১৪৬ বলের ইনিংস ১২টি চার ও ছয়টি ছক্কায় সাজান।
এছাড়া হাসমতউল্লাহ ৪০ ও আজমতউল্লাহ ৪১ রানের ইনিংস খেলেন।
জবাবে ইংল্যান্ডের জো রুট ১১১ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও একটি ছক্কা তোলেন। কিন্তু জস বাটলার ও হ্যারি ব্রুক সেট হলেও রুটকে সঙ্গ দেওয়া ইনিংস খেলতে পারেননি। তারা যথাক্রমে ৩৮ ও ২৫ রান করেন।