হারের মধ্যদিয়ে যাত্রা শুরু করলো ‘নতুন’ বাংলাদেশ


Jan 2025/Feb 2025/bdf-1740594380.webp

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক ম্যাচেই হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১-৩ গোলের ব্যবধানে স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছে দলটি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

বাংলাদেশ দল এই সফরে গিয়েছে সিনিয়র ফুটবলারদের ছাড়াই। সাবিনা, কৃষ্ণাসহ ১৮ জন ফুটবলার বৃটিশ কোচ পিটার বাটলারকে বর্জন করায় অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দুবাই সফর করতে হয়েছে কোচকে। আজকের ম্যাচে বেশ কয়েকজন ফুটবলার প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন।

দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আমিরাত আধিপত্য বিস্তার করে। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নেয় স্বাগতিক দল। দুই মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে আমিরাত। তবে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক আফিদা গোল করলে ব্যবধান কমে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুলতানা ও রিপারা কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ৭৪ মিনিটে জর্জিয়া নিজের দ্বিতীয় গোল করে লিড ৩-১ করেন। এরপর হালিমার মিস ও রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। ম্যাচের শেষ দিকে চতুর্থ রেফারি ৫ মিনিট ইনজুরি সময় দিলেও আর কোনো গোল হয়নি। ফলে ৩-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি, ফলে বাংলাদেশি দর্শকরা ম্যাচটি দেখতে পারেননি। বাফুফে আনুষ্ঠানিকভাবে গোলদাতা ও সময় গণমাধ্যমকে অবহিত না করায় সাংবাদিকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট প্রস্তুত করেছেন।

বাংলাদেশ-আমিরাত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ। এই ম্যাচে নতুন দল কীভাবে পারফর্ম করে, সেটির ওপরই নির্ভর করবে বাটলারের অধীনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×