ইব্রাহিমের ১৭৭, আফগানিস্তানের ৩২৫


15Feb Naeem/ibrahim-20250226190948.jpg

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের টিকে থাকতে করতে হবে ৩২৬ রান। লাহোরে আগের ম্যাচেই তাদের করা ৩৫০ এর বেশি রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার একই সাফল্যের পুনরাবৃত্তি করার পালা ইংলিশদের। ইব্রাহিম জাদরানের রেকর্ড ইনিংসে আফগানিস্তান ৭ উইকেটে করে ৩২৫ রান।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। পাওয়ার প্লেতে ৩৭ রানে তিন উইকেট হারায় তারা। জোফরা আর্চার টপ অর্ডারের তিন ব্যাটারকে ফেরান। 

তারপর ইব্রাহিম ও হাশমতউল্লাহ শহীদীর ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। হাশমতউল্লাহ ৪০ রানে বিদায় নেন। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ইব্রাহিমের ৭২ রানের জুটিতে শক্ত ভিত গড়ে তারা।

ইনিংস শেষ করে আসার পথে ছিলেন ইব্রাহিম। কিন্তু পাঁচ বল বাকি থাকতে মোহাম্মদ নবীর সঙ্গে তার ১১১ রানের জুটি ভেঙে যায়। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছয়ে ১৭৭ রান করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কদিন আগেই এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেটের (১৬৫) গড়া রেকর্ডটি ভেঙে দেন। ইব্রাহিম এখন প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক।

নবী ৪০ রানে আউট হন। এছাড়া আজমতউল্লাহ করেন ৪১ রান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×