সেমিতে অনিশ্চিত ইয়ামাল, দাঁতের ব্যথা নিয়েও খেলবেন এমবাপ্পে


Jan 2025/Feb 2025/mbappe-yamal-1740494712.webp

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে (আজ) মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ওই ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলা অনিশ্চিত। 

ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইয়ামাল। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে ব্যথা পান তিনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। যদিও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের খেলার বিষয়ে তিনি ইতিবাচক। 

ইয়ামালের মতো রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপ্পে। বুধবার (দিবাগত রাত) বাংলাদেশ সময় ২.৩০ মিনিটে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে দাঁতের ব্যথায় ভোগায় অনুশীলন করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

তবে ইয়ামালের মতো এমবাপ্পের খেলা অনিশ্চিত নয় বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে। দলের সঙ্গেই ম্যাচটি খেলতে যাবেন এমবাপ্পে। এমনকি শুরুর একাদশে থাকার সম্ভাবনাও অনেক বেশি তার।

তবে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও ছিলেন না তিনি। টানা খেলতে থাকা ভালভার্দেকে তাই প্রথম লেগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×