ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী


ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত একটি কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ জন কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। ঘটনাটি নিশ্চিত করেছে জাতিসংঘ, সংস্থাটি জানিয়েছে—আটক সবার মুক্তি ও পরিস্থিতি দ্রুত সমাধানে তারা হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

অন্যদিকে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, আটক জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।

রোববার (১৯ অক্টোবর) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জ্যাঁ আলাম জানান, রাজধানীর হাদা এলাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার এই কর্মীদের আটক করা হয়। তাদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন বিদেশি কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জ্যাঁ আলাম বলেন, “এই ঘটনার পর যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা, আটক সবার মুক্তি এবং কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য আমরা হুথি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি।”

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ না করা একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, অভিযানের সময় হুথি বাহিনী অফিসের কম্পিউটার, ফোন, সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

আটককৃতদের মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) কর্মীরাও রয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বর্তমানে হুথিদের হাতে অন্তত ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।

অন্যদিকে হুথি কর্তৃপক্ষের দাবি—আটককৃত জাতিসংঘ ও এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। তবে জাতিসংঘ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ঘটনার পর জাতিসংঘ সা’দা প্রদেশে তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে সানা থেকে এডেনে স্থানান্তর করে, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার কার্যকর রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনে আটক অভিযানের সংখ্যা বেড়েছে। চলতি বছরের ৩১ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী এবং ২৩ জন আন্তর্জাতিক এনজিও কর্মী (বর্তমান ও সাবেক) হুথিদের হাতে গ্রেপ্তার হয়েছেন।

উল্লেখ্য, ইয়েমেনে চলমান যুদ্ধের এক দশক পেরিয়েছে। এই সংঘাত দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রে পরিণত করেছে। জাতিসংঘের ভাষায়, ইয়েমেন এখন বিশ্বের ভয়াবহতম মানবিক সংকটে পড়েছে, যেখানে কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×