শিক্ষকদের আমরণ অনশন আজ, জোরালো হচ্ছে কর্মবিরতি


শিক্ষকদের আমরণ অনশন আজ, জোরালো হচ্ছে কর্মবিরতি

সরকারের নতুন বাড়িভাতা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একইসঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (ন্যূনতম দুই হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।

তবে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ৫ অক্টোবর সেটি প্রকাশের পর শিক্ষক-কর্মচারীরা তা গ্রহণ না করে আন্দোলনে নামে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাতা ২ থেকে ৩ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে, তবে সেটি গৃহীত হয়নি।

রোববার বিকেলে শিক্ষক-কর্মচারীরা রাজধানীতে ‘ভুখা মিছিল’ আয়োজন করতে গেলে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাইকোর্ট মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

সন্ধ্যায় আয়োজিত এক সমাবেশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, “সোমবার সকাল ১০টা থেকে শিক্ষকরা আমরণ অনশন শুরু করবেন।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি কোনো আস্থা নেই। এখন আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় বৃদ্ধি এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×