নতুন জাতীয় বেতন কাঠামো আসছে, ডিসেম্বরেই চূড়ান্ত সুপারিশ


নতুন জাতীয় বেতন কাঠামো আসছে, ডিসেম্বরেই চূড়ান্ত সুপারিশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, যা চলতি সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্র জানায়, জাতীয় পে কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়েছে। কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। পরিকল্পনামাফিক সবকিছু এগোলে, আগামী বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

নতুন কাঠামোয় শুধু মূল বেতনই নয়, বরং চিকিৎসা, শিক্ষা, পদোন্নতি ও অন্যান্য ভাতা কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে কিছু পুরোনো সুবিধা বাতিলেরও সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় ‘সাকুল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে একটি নতুন পদ্ধতি চালুর কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো অতিরিক্ত সুবিধা থাকবে না। এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু রয়েছে।

এছাড়া সরকারি কর্মকর্তারা বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের বিনিময়ে যে সম্মানি পান, তা বাতিলের প্রস্তাবও কমিশনে জমা পড়েছে। এসব খাতে প্রতিবছর সরকারের ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংশোধিত বাজেটে রাখা হবে। গেজেট প্রকাশের পরই এটি কার্যকর করা সম্ভব হতে পারে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×