২০ অক্টোবর: আজকের নামাজের সময়সূচি
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৩ এম, ২০ অক্টোবর ২০২৫

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের একটি। ইমানের পর নামাজই মুসলমানদের ঈমান ও কর্মের প্রমাণস্বরূপ। কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজ থেকে—এ কারণেই প্রতিটি মুসলমানের জন্য ফরজ নামাজ ওয়াক্তমতো আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি রয়েছে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে আরও প্রশস্ত করে।
আজ সোমবার, ২০ অক্টোবর ২০২৫ (৪ কার্তিক ১৪৩২ বাংলা, ২৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি) তারিখে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—
ফজর (আগামীকাল মঙ্গলবার): সকাল ৪টা ৪৩ মিনিট
জোহর: ১১টা ৪৬ মিনিট
আসর: ৩টা ৫২ মিনিট
মাগরিব: ৫টা ২৯ মিনিট
এশা: ৬টা ৪৪ মিনিট
এ সময়সূচি ঢাকা ও আশপাশের এলাকার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য বিভাগে নামাজের সময়ের সামান্য পার্থক্য রয়েছে—
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম : ৫ মিনিট
সিলেট : ৬ মিনিট
যোগ করতে হবে:
খুলনা : ৩ মিনিট
রাজশাহী : ৭ মিনিট
রংপুর : ৮ মিনিট
বরিশাল : ১ মিনিট
যেখানেই থাকুন না কেন, নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় করুন—এটাই একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ও দায়িত্ব।