ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান


15Feb Naeem/-ind vs pak.jpg

পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের খেলায় খুব বেশি উত্তাপ ছড়াতে পারেনি পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ২৪২ রানের লক্ষ্য দিতে পেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানের মাঠে গিয়ে খেলবে না ভারত। যেকারণে হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানকে সেখানে গিয়েই ভারতের মোকাবেলা করতে হচ্ছে।

ম্যাচের শুরুতেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

ব্যাট করতে নামার পর বাবর আজম এবং ইমাম-উল হক মিলে গড়ে তোলেন ৪১ রানের জুটি। ২৬ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন ফাখর জামানের পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম-উল হক। দলে ফিরে আসার সুযোগটা মোটেও কাজে লাগাতে পারলেন না তিনি।

বাবর আজম শুরুতে কয়েকটি ভালো শট খেলেন। ৫টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে; কিন্তু হার্দিক পান্ডিয়ার আউট সুইং বল বুঝতে না পেরে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×