ইংলিশে ম্লান ডাকেটের রেকর্ড গড়া সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়ে জয় অস্ট্রেলিয়ার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জস ইংলিশের অতি মানবীয় সেঞ্চুরির কাছে ম্লান হয়ে গেল বেন ডাকেটের রেকর্ড গড়া সেঞ্চুরি। এতে করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের ১৬৫, জো রুটের ৬৮ ও শেষ দিকে আর্চারের ১০ বলে ২১ রানের ছোট ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া জস ইংলিশের অপরাজিত ১২০, ম্যাথু শর্টের ৬৩, অ্যালেক্স ক্যারির ৬৯, মার্নাস লাবুশানের ৪৭ ও ম্যাক্সওয়েলের ১৫ বলে ৩২ রানের ক্যামিওতে ৫ উইকেট ও ১৫ বল বাকি থাকতে দুর্দান্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বিস্তারিত আসছে...