বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন


Feb 2025/Jersy.webp

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। সময় বাকি মাত্র তিন দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত এই টুর্নামেন্টের। মেগা টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই।


আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

বৈশ্বিক এই আসরটি সরাসরি টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথম বারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা। 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন- টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়াও দেখা যাবে অনলাইন স্ট্রিমিং টফি অ্যাপে। ধারা বিবরণী শোনা যাবে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ। তাছাড়াও বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে প্রতিটি ম্যাচ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×