পাবিপ্রবিতে ‘শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু


Feb 2025/Pabna UST Cricket.JPG

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদুল ইসলামের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘শহীদ জাহিদ স্মৃতি আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএম আব্দুল আওয়াল বলেন, ‘জীবনে ভাল কিছু করতে হলে সংকল্পবদ্ধ হওয়া এবং সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। খেলাকে খেলা হিসেবে দেখে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, বন্ধুত্ব বজায় রাখা ও পরাজয়কে সানন্দে গ্রহণ করতে হবে। পূর্বের সব আন্দোলনের মতো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যায়ক্রমে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করছে। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অর্থনীতি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলা শুর হয়।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে গত ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহীদ হন। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×