রাঙ্গামাটিতে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা


রাঙ্গামাটিতে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংস্থা দুটি জেলার কার্যালয়ের সমন্বয়ে রিজার্ভ বাজারে তদারকি ও অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটির নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়। এতে কোতোয়ালি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনায় সহায়তা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, “রাঙ্গামাটি জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সভায় ভোজ্য তেল অবৈধভাবে বোতলজাত করা নিয়ে আলোচনা হয়। তারই সূত্র ধরে গতকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, রিজার্ভ বাজার এলাকায় একটি বোতলজাত কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বেকারি, একটি ডিপার্টমেন্টাল স্টোর এবং তোলা ভোজ্য তেল বোতলজাত করা ‘ঝন্টু দে’ নামক একটি প্রতিষ্ঠানসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×