শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম


শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম

শাপলা প্রতীক না দিলে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, এই প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই এবং নির্বাচন কমিশন এ বিষয়ে দলটির সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করতে পারে না।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, "শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।"

তিনি আরও জানান, এনসিপি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তাদের লক্ষ্য সরকারে গিয়ে জনগণের সেবা করা কিংবা অন্তত শক্তিশালী বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করা। তিনি সাফ জানিয়ে দেন, জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার পথে হাঁটবে না এনসিপি।

সভায় সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×