ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ৬০ হাজার, একদিনে ৪ জনের মৃত্যু
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৬:০৬ পিএম, ২০ অক্টোবর ২০২৫

ডেঙ্গু পরিস্থিতি দেশজুড়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গেছে, আর সর্বশেষ ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৯৪২ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে।
নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮৯১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৫ দশমিক ৩ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী যুবকদের সংখ্যা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪৯ জন। ডেঙ্গুর বিস্তার ও মৃত্যু বাড়ায় স্বাস্থ্যখাতের কর্তাব্যক্তিরা সতর্ক থাকার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।