অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা


Feb 2025/Aus Srilanka.jpg

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে স্কোয়াডে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি শ্রীলঙ্কার। ফলে, এই সিরিজটি তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে অস্ট্রেলিয়া এই সিরিজটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই দেখছে। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলেই পাকিস্তানে চলে যাবে অজিরা।

লঙ্কানদের দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন চারিথ আসালাঙ্কা। মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় আস্থাও তিনি। পাথুম নিসাঙ্কার ফর্ম কিছুটা চিন্তার কারণ হলেও নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিসরা ছন্দে আছেন। চামিন্দু বিক্রমাসিংহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন। এছাড়াও বোলারদের মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা, দুনিথ ভেল্লালাগের মতো ক্রিকেটাররা।

কাল বুধবার (১২ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দুনিথ ভেল্লালাগে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×