রুট-বাটলারদের কড়া সমালোচনা করলেন পিটারসেন


Feb 2025/Petersen.jpg

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর রুট-বাটলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। দ্বিতীয় ওয়ানডেতে তাদের অ্যাপ্রোচ ক্রিকেটের সঙ্গে একেবারে বেমানান বলে মন্তব্য করেন তিনি। থ্রি লায়নদের পরামর্শ দিয়েছেন অন্যসব কিছু বাদ দিয়ে ক্রিকেটের প্রতি আরও মনযোগী হওয়ার।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের সামনে ভারত সিরিজটাই শেষ প্রস্তুতির মঞ্চ। তবে, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হারলো থ্রি লায়ন্স। মেগা আসরের আগে দলের এমন হারে ক্ষোভ ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে। এবার তার সঙ্গে যুক্ত হলো সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের বিস্ফোরক মন্তব্য।

২৪৯ রানের টার্গেট দিয়ে ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে ভারতের কাছে হেরেছে ৪ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৩০৪ রান করেও রোহিত-গিল তাণ্ডবে হার এড়াতে পারেনি থ্রি লায়ন্স। অথচ দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে কি দুর্দান্ত শুরুটাই না করেছিলো ইংলিশ ব্যাটাররা। ফিল সল্ট ২৬ রানে আউট হলেও পরের ৫ ব্যাটারই খেলেছেন ৩০ উর্ধ্ব ইনিংস। যদিও ফিফটির দেখা পেয়েছেন কেবল বেন ডাকেট ও জো রুট। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারাও। ডাকেট ফেরেন ৬৫ করে আর রুট করেন ৬৯ রান। তাদের আউটের ধরণ নিয়েও ক্ষুব্ধ ইংলিশ সমর্থকরা।

দলের এমন বেহাল দশা মাঠে বসেই দেখেছেন সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। ছিলেন কমেন্ট্রি দায়িত্বে, সেখানেই প্রশ্ন তুলেছেন নিজ দেশের ব্যাটারদের পেশাদারিত্ব নিয়ে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন বলেন, ‘দেখে মনে হচ্ছে তাদের সেঞ্চুরি করার ক্ষুধা ও ইচ্ছার ঘাটতি আছে। এ ম্যাচে এমনিতে ৩৫০ রান হওয়ার কথা ছিল। কিন্তু তারা করেছে ৩০৪ রান। সবাই খেলাটা সহজভাবে নিয়ে নিয়েছে। ৪০-৫০ অথবা ৬০ রান করতে পারলেই ব্যস হয়ে গেলো পরের ম্যাচে জায়গায় নিশ্চিত। আর যদি খেলার সুযোগ না হয় তাহলে তো ছুটি, গলফ খেলবে না হয় নিজের পছন্দ মতো সময় কাটাবে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ভারত। বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নিয়মরক্ষার ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। এরপরই ভারত যাবে দুবাই আর ইংল্যান্ড যাবে পাকিস্তানে। আগামী ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে ইংল্যান্ড লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মেগা আসরের লড়াইয়ের আগে তাই ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×