বাদ পড়ার দিনে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড


বাদ পড়ার দিনে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে দল ঘোষণার দিনই রোববার (১২ জানুয়ারি) নিজেকে প্রমাণ করলেন ডানহাতি এই ওপেনার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ব্যাটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এত দিন ক্রিস গেইলের দখলে ছিল। ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে ১০১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ওপেনার। ১৩ বছর পর এসে রেকর্ডে ভাগ বসালেন লিটন।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের। 

বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। 

এর আগে দূর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ের সঙ্গে টস করতে নেমে হেরেছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক পেরেরা।

টস জিতে তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ককে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×