৯ ওভারেই ৬ বাংলাদেশি ব্যাটসম্যানের দেখা মিলল


October 2/69235977dd0b5f383419329fe99a1161-672214e2bf230.jpg
রাত কাটিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু নাইটওয়াচম্যান দিনের আলো নেভার আগেই মুখোমুখি হলেন দুর্দান্ত এক বলের। কেশব মহারাজের বলটি মিডল স্টাম্পে পরে বাঁক নিল। প্রায় দুই দিন মাঠে বোলিং আর ফিল্ডিং করে ক্লান্ত হাসান ভুল লাইনে খেলতে গিয়ে বোল্ড। ইনিংসের সপ্তম ওভারে চতুর্থ উইকেট হারিয়ে বসল বাংলাদেশ।

যার উইকেট রক্ষা করতে নামা হাসানের,  সেই নাজমুল হোসেন শান্তকে তাই নামতেই হলো। একটি চারও মেরেছেন বদায় নিতে চাওয়া অধিনায়ক। দিনের আলোটা সাগরিকায় আচমকা হারিয়ে যাওয়ায় দিনের প্রায় ১৭ ওভার অব্যবহৃত রয়ে গেল। ৫৭৭ রানের পাহাড়ের সামনে ৯ ওভারে ৪ উইকেটে ৩৮ রান তুলতেই বাংলাদেশের দ্বিতীয় দিন শেষ হলো।

বোলার হাসান মাহমুদ তবু ভালো বলের শিকার, কিন্তু তাঁর আগে বিদায় নেওয়া তিন প্রকৃত ব্যাটসম্যানের বেলায় সেটা বলার উপায় নেই। ইনিংস শুরু হওয়ার আগেই ৫ রান মুফতে পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইনিংসে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়ার রোমাঞ্চেই হয়তো উইকেটের মাঝে দৌড়াদৌড়ি করেছিলেন সেনুরান মুতুসামি।

মুফতের পাঁচ রান দ্বিতীয় বলেই ১০ হয়ে গেল। সাদমানকে বল করতে গিয়ে কাগিসো রাবাদা ডানহাতি ব্যাটসম্যানের জন্যও ওয়াইড হবে এমন এক বল করলেন, উইকেটকিপারের পক্ষে তা আটকানো কোনোভাবেই সম্ভব না। সঙ্গে পাটাও বাড়িয়েছিলেন একটু বেশি। নোবলসহ ৫ রান পেল বাংলাদেশ।

১ বলেই ১০ রান, দুর্দান্ত শুরু। কিন্তু পঞ্চম বলে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া আরেকটি বল সে শুরুটা নষ্ট করে দিল। যে বল ছেড়ে দেওয়া উচিত ছিল বা উচিত ছিল ফাইন লেগ দিয়ে চার মারার, সে বলটাই সাদমানের ব্যাট ছুঁয়ে চলে গেল পেছনে। আম্পা‌য়ার আউট দিলেন না, কিন্তু রিভিউতে আর বাঁচলেন না সাদমান।

রাবাদার তৃতীয় ওভারে জাকিরের ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি ছিল আবার অফ স্টাম্পের বাইরে। এবার আম্পায়ার আউট দিলেন, খুব আত্মবিশ্বাসে নেওয়া জাকিরের রিভিউটা নষ্ট হলো।

পরের ওভারে ডেন প্যাটারসনের অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলতে গেলেন মাহমুদুল হাসান জয়। আগের বলে ওভাবেই একটা চার মেরেছিলেন, কিন্তু এবার বলটা একটু মুভমেন্ট দেখাল, সামনেও পড়েছিল, ফল বল চলে গেল দ্বিতীয় স্লিপে। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর তাই মাহমুদকে নামানো হলো। প্রথম বলে ৩ নিলেও মহারাজের বল সামলাতে পারেননি মাহমুদ।

তাতে দিনের আলো কমে আসার ফলে মাত্র ৯ ওভার খেলতে নেমেও বাংলাদেশের ছয় ব্যাটসম্যানকে নামতে হলো উইকেটে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×