আর্জেন্টিনা ১, ব্রাজিল ০, রেয়াল মাদ্রিদ ২, বার্সা ৩


October 2/76e4e0b67776cb44ba5eeb39cc6d0288-672065607b0b2.jpg
প্রতি বছর এ একটা রাতের জন্য কত অপেক্ষা। আগের মৌসুমের নির্ধারিত সময়ের পারফরম্যান্সে কার হাতে উঠছে ব্যক্তিগত সেরার পুরস্কার, সেটাই ঘোষিত হয় বালন দ’রের জমকালো অনুষ্ঠানে। আর সেটি জানার জন্য অপেক্ষায় বুঁদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব।
 
এবারের বালন দ’র পুরস্কার ঘোষিত হয়েছে প্যারিসের তিয়েখঁ দু শাতেল থেকে। অনুমিতভাবে এ পুরস্কারের সবচেয়ে আকষর্ণীয় ইভেন্ট ছেলেদের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যেটি এবার উঠেছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। গত কয়েকমাস ধরেই এ পুরস্কারের জন্য আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে পাবে পাবে করেও শেষ পর্যন্ত রদ্রির কাছে পরাজিত হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

তা বালন দ’রে শুধু ছেলেদের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয় না। সেরা কোচ, সেরা মেয়েদের খেলোয়াড় ছাড়াও আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এবারের বালন দ’রের পুরস্কারগুলো কাদের হাতে উঠল, তা এক নজরে দেখে দেওয়া যাক।

বালন দ’র (ছেলে): রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

বালন দ’র (মেয়ে): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

ছেলেদের বর্ষসেরা কোচ: কার্লো আনচেলত্তি (রেয়াল মাদ্রিদ)

মেয়েদের বর্ষসেরা কোচ: ইমা হায়েস (চেলসি, যুক্তরাষ্ট্র)

কোপা ট্রফি (সেরা তরুণ): লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

লেভ ইয়াসিন ট্রফি (সেরা গোলকিপার): এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা): হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড) ও কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স)

ছেলেদের বর্ষসেরা ক্লাব: রেয়াল মাদ্রিদ

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

সক্রেটিস অ্যাওয়ার্ড: জেনিফার এরমোসো
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×