টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা


October 2/388260_20241022_115344356_20241029_093233326.jpg
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের সিরিজ খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুরে হেরেছে টাইগাররা। চার দিনে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে লিটন দাস-মুশফিকুর রহিমরা।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম।  

মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিল জাকের আলী অনিকের। ক্যারিয়ারের প্রথম টেস্টেই ফিফটির দেখাও পেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তাঁর। অনুশীলনে মাথায় বল লেগে আঘাত পেয়েছেন তিনি। তাঁর বদলে দলে অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না লিটন দাসও। একই সঙ্গে থাকছেন না স্পিনার নাইম হাসানও। এ দুজনের বদলে আজ খেলবেন জাকির হাসান ও নাহিদ রানা। 

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়ারাও আজ মাঠে নামছে একাদশে দুই পরিবর্তন নিয়ে।  
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×