অনুশীলনে মাথায় আঘাত লাগায় সিরিজ থেকে বাদ বাংলাদেশি উইকেটকিপার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচানোর ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন উইকেটকিপার জাকের আলী অনিক।
গতকাল অনুশীলনের সময় ডানহাতি এই ব্যাটসম্যানের মাথায় বল লেগেছে। কনকাশন টেস্ট পেরিয়ে সেরে উঠতে আরও সময় লাগবে বলে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে তাঁকে রাখা হয়নি। জাকের আলীর বদলে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
জাকের আলীর চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে যাওয়া নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘গতকাল জাকের আলী ব্যাটিং অনুশীলনের সময় মাথায় আঘাত (কনকাশন) পেয়েছিলেন। ও আগে এই ধরনের চোটে ভুগেছে, এখনো লক্ষণ দেখা যাচ্ছে। ওর অতীত অভিজ্ঞতা বলছে, এই চোট কাটিয়ে উঠতে ওর বেশ কয়েক দিন সময় লাগবে। যে কারণে ওকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’
মিরপুরেই টেস্ট অভিষিক্ত জাকের দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছিলেন। তাঁর জায়গায় সুযোগ পাওয়া অঙ্কন থাকবেন অভিষেকের অপেক্ষায়। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৯৩৪ রান করেছেন অঙ্কন। চলতি জাতীয় লিগে ঢাকার হয়ে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সিলেটের বিপক্ষে ১১৮ রান করেছেন এই উইকেটকিপার।