টি-টোয়েন্টিতে ইতিহাস লিখল জিম্বাবুয়ে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচ চলছে। যেখানে জিম্বাবুয়ের রান উৎসব চলছেই। এবার সেই রান উৎসবে নিজেদের দলীয় সর্বোচ্চ তো বটেই, একই সঙ্গে আর্ন্তজার্তিক টি-টোয়েন্টি রান সংগ্রহের বিশ্বরেকর্ড করে ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ে।
আজ নাইরোবিতে বিশ্বকাপ বাছাইতে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৪৩ বলে বিধ্বংসী ১৩৩ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছে জিম্বাবুয়ে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে রান সংগ্রহে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আগে সর্বোচ্চ ৩১৪ রান ছিলো নেপালের। যা এতদিন ছিলো সর্বোচ্চ। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে করে তারা। এখন নেপালকে দ্বিতীয়তে ফেলে ৩৪৪ রান করে এই তালিকার শীর্ষে জিম্বাবুয়ে।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আগে সর্বোচ্চ ৩১৪ রান ছিলো নেপালের। যা এতদিন ছিলো সর্বোচ্চ। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে করে তারা। এখন নেপালকে দ্বিতীয়তে ফেলে ৩৪৪ রান করে এই তালিকার শীর্ষে জিম্বাবুয়ে।