মিরাজের ব্যাটে লড়াইয়ের স্বপ্ন বাংলাদেশের


মিরাজের ব্যাটে লড়াইয়ের স্বপ্ন বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ হারতে পারে এমন শঙ্কা গতকালই করেছিলেন অনেক সমর্থক। ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেই আরও ৩ উইকেট হারায় টাইগাররা। ফলে ইনিংস ব্যবধানে হারতে চলেছে নাজমুল শান্তর দল- এমন শঙ্কাও করেছিলেন অনেকে। তবে সেসব শঙ্কা দূর করেছেন মেহেদী মিরাজ এবং জাকের আলী। এ দুজনের জুটিতে লিড পায় স্বাগতিকরা। তবে আলোকস্বল্পতা ও বৃষ্টিতে পুরোপুরি খেলা হয়নি তৃতীয় দিন। মাঠে গড়িয়েছে ৫৭.৫ ওভার। তাতে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ২৮৩ রান। লিড পায় ৮১ রানের।

মিরপুর টেস্টে তৃতীয় দিনে তিন উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নামে টাইগাররা। দিনের প্রথম ৪ ওভার নির্বিঘ্নে কাটালেও এরপরই নামে বিপত্তি। কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়।

নিজের প্রথম বলে সিঙ্গেল নেন লিটন। তবে পরের বলে ফের ধাক্কা খায় লাল সবুজ জার্সিধারীরা। রাবাদার করা ইনসুইঙ্গারে বোল্ড হন মিস্টার ডিপেন্ডেবল। ৩৩ রান করেন তিনি। এরপর লিটন দাসও ভরসার প্রতিদান দিতে পারেননি। ৭ রানে ফেরেন এ ব্যাটার। ১১২ রানে ছয় উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। মধ্যহ্ন বিরতির আগে বাকি সময় আর উইকেট হারায়নি টাইগাররা। এরই মধ্যে অর্ধশতক পূরণ করেন মিরাজ। কেশভ মহারাজের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের নবম অর্ধশতকে পৌঁছান তিনি। 

প্রথম অর্ধশতকের দেখা পান জাকেরও। দারুণ খেলতে থাকা জাকের ৫৮ রানে মহারাজের বলে আউট হন। এর মাধ্যমে ভাঙে সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে তার ১৩৮ রানের জুটি। দিনের বাকিটা সময় দলকে এগিয়ে নেন নাঈম হাসান ও মিরাজ।

তবে এরপরই প্রথমে বৃষ্টি ও পরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকে দুইবার। কিন্তু সেই পরিস্থিতি আর উন্নতি না হলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে তৃতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ২৮৩ রান। যেখানে ৮১ রানের লিড পায় স্বাগতিকরা। মিরাজ ৮৭ ও নাঈম ১৬ রানে অপরাজিত আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×