৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে ৯ বছর পর প্রোটিয়াদের আথিত্য দিচ্ছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের অতীত পরিসংখ্যান মোটেও ভাল নেই। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি শান্ত-লিটনরা। সেই বাধা ভেঙে জয়ে ফিরতে মিরপুর টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

আগে ব্যাট করতে নেমে সেই পুরোনো ব্যাটি ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগার। ঢাকা টেস্টের প্রথম এক ঘণ্টায় কিছু বুঝে ওঠার আগেই ভাঙন ধরেছে ব্যাটিং লাইনআপে। চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে যান সাদমান। দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের ক্যাচ নিতে মোটেও বেগ পেতে হয়নি।

দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে দলকে চাপে ফেলেছেন। লেগ সাইডে খেলতে যাওয়া মুমিনুলের ব্যাটে বল হালকা ছুঁয়ে উইকেটরক্ষণ কাইল ভেরেইন্নের গ্লাভসবন্দি হয়।

এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফের আবার ব্যার্থতার পরিচয় দিয়েছেন। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যাক্তিগত ৭ রান করেই সাজঘরে ফেরেন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১ রান।
 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×