বোর্নমাউথের কাছে ২-০ গোলে হারল আর্সেনাল


TRT 03-10-2024/Christie-celebration-v-Arsenal_20241020_082727044.jpeg
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল বোর্নমাউথের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল ১৪ ম্যাচে যেগুলোর ১১টিতেই জয়ের দেখা পেয়েছিল গানাররা। তবে এবার আর জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিকেল আর্তেতার দল। প্রথমার্ধেই ১০ জনের পরিণত হওয়ার পর গানাররা শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে ২-০ গোলে। প্রিমিয়ার লিগে তো বটেই, চলতি মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে এটি আর্সেনালের প্রথম হার। 

বোনর্মাউথের ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে এই ম্যাচে খুব একটা দাপট দেখতে পারেনি আর্সেনাল। আর্তেতার শিষ্যরা আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেননি। তাঁর উপর ম্যাচের ৩০ মিনিটেই বড় ধাক্কা হয়ে আসে উইলিয়াম স্যালিভার লাল কার্ড।

বোর্নমাউথের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনকে ফাউল করায় লাল কার্ড দেখে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় স্যালিভাকে। রেফারি অবশ্য প্রথমে হলুদ কার্ডই দিয়েছিলেন, তবে পরে ভিএআর তা লাল কার্ড দেয়। এদিকে দশজনের দলে পরিণত হওয়ার পর প্রথমার্ধের বাকি সময়টুকু নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছিল আর্সেনাল।

তবে দ্বিতীয়ার্ধে আর তা করতে পারেননি আর্তেতার শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বোর্নমাউথ। কর্নার থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন রায়ান ক্রিস্টি। এর ৯ মিনিট পায় পেনাল্টিও পায় স্বাগতিকরা।

গানারদের গোলরক্ষক ডেভিড রায়া ইভানিলসনকে ফাউল করলে পেনাল্টি পায় বোর্নমাউথ। স্পটকিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার ক্লুইভার্ট। এরপর আর ম্যাচে ফেরা হয়নি আর্তেতার শিষ্যদের। ম্যাচটি জিতে প্রিমিয়ার লিগে শীর্ষে যাওয়ার সুযোগ ছিল গানারদের। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি আর্তেতার দলে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল, ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×