ভারতের কাছে রেকর্ড গড়ে বাংলাদেশের হার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১২ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

দিল্লির ব্যাটিং উইকেটে ভারতকে আগে ব্যাট করার সুযোগ দিয়ে বড় লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ নিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক শান্ত জানিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে শিশির থাকবে, ব্যাটিং সহজ হবে, সেই ভাবনাতে আগে বোলিং করে ভারতের কাছ থেকে রেকর্ড ২২২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
সিরিজে টিকে থাকতে হলে রেকর্ড গড়তে হবে সফরকারীদের, রেকর্ড তো দূরে থাক লড়াইটাও করতে পারেনি লিটন-হৃদয়রা।
২২২ রানের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে ভারতের তিন ব্যাটসম্যান নিতিশ রেড্ডি(৭৪), হার্দিক পান্ডিয়া(৩২) ও রিংকু সিংয়ের(৫৩) রানই করতে পারেনি বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে ১৩৫ রান তুলেই সন্তুষ্ট নাজমুল হোসেন শান্তর দল। ফলে ৮৬ রানের হারে ভারতের বিপক্ষে নিজেদের পুরোনো হারের রেকর্ডটাও ভেঙেছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসে প্রথম ওভারে ১৪ রান এনে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে প্রথম টি-টোয়েন্টির মতো আজও ইনিংসের তৃতীয় ওভারে আর্শদ্বীপ সিংয়ের বলেই ইনসাইড এইজে বোল্ড হয়ে যান ইমন (১২ বলে ১৬ রান)। এরপর ক্রিজে আর বেশিক্ষণ টিকতে পারেননি টপ অর্ডারের কেউই।
১টি ছয় হাঁকিয়ে লিটন ও ২টি চার মেরে শান্ত- পাওয়ারপ্লেতে প্যাভিলিয়নে ফিরেছেন দুজনেই। দলীয় ৪২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি।
মাঝ ওভারে ভারতীয় বোলারদের দায়িত্বশীল বোলিংয়ে ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হারের রেকর্ড তখন চোখ রাঙাচ্ছিল। তবে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব সে লজ্জা থেকে বাঁচান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ভারতের বিপক্ষে সবচেয়ে বড় হারের রেকর্ড ঠিকই হয়েছে। এর আগে হারের রেকর্ডটি ছিল ৫০ রানের ব্যবধানে।
এর আগে ব্যাট করতে নেমে নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের হয়ে ১৬ রানে ২ উইকেট নেন তাসকিন।