গুম মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান


গুম মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। সেখানে তার মামলার শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রসিকিউশন ট্রাইব্যুনালকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে পারে।

একই ট্রাইব্যুনালে আজ আরও একটি গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্ত সাক্ষ্যগ্রহণ হবে। চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও আরও সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর মামলার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাক্ষ্য প্রদান করেন।

এখন পর্যন্ত মামলায় গ্রেপ্তার হন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন এবং নাসিরুল। অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার এবং এসি ইমরুল পালিয়ে আছেন।

সর্বশেষ, রোববার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও অনুষ্ঠিত হবে। এই মামলার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে তদন্তের অগ্রগতি জানাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×