কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল


কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

তুর্কি দলটি রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে। প্রথম দিনেই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং বেলা ১১টা ৩০ মিনিটের দিকে সচিবালয় ত্যাগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরের আগুন লাগার স্থান পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণসহ বিভিন্ন দিক নিয়ে মতামত দেবেন।

এর আগে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগুনের কারণ অনুসন্ধানের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি। তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালেন কী করে? তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো।" বিমানবন্দরের ফায়ার সার্ভিসের টিম থাকলেও পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দুর্ঘটনা দুর্ঘটনাই; তবে বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে, সেগুলো চার মিনিটের মাথায় সেখানে এসেছে।"

তিনি আরও ব্যাখ্যা করেন, অন্যান্য টিমগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে পৌঁছালেও দেরিতে আসার কারণে আগুন ছড়িয়ে যেতে পারে, এবং গুদামে থাকা কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×