আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:১৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে দলের নিজস্ব প্রতীকের ব্যবহার বাধ্যতামূলক করার নতুন সংশোধনী নিয়ে বিএনপি নির্বাচনী নীতিতে প্রতিবাদ জানিয়েছে। দলটি পূর্বের বিধান বহাল রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
বিএনপি মনে করে, এই সংশোধনী কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছাড়াই আনা হয়েছে এবং এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।
রোববার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরে সাংবাদিকদের কাছে দলের অবস্থান প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, "জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে - গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।"
ইসমাইল জবিউল্লাহ আরও জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনীর প্রস্তাব ছিল না এবং এটি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।" এছাড়াও তিনি জানান, বিষয়টি নিয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে এবং যুক্তি দেখান, "জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।"
প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী চূড়ান্ত করেছে, যেখানে জোটবদ্ধ নির্বাচন হলেও প্রত্যেক প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সংশোধনী বাতিলের জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে আবেদন জানিয়েছে।