বাফুফের তফসিল ঘোষণা, ২৬ অক্টোবর নির্বাচন


বাফুফের তফসিল ঘোষণা, ২৬ অক্টোবর নির্বাচন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর নির্বাচন হবে।

সোমবার (৭ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।

নির্বাচন উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।

বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ।

শেষ চার নির্বাচনেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। এবার তিনি নির্বাচন করবেন না।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×