১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুকে ঝড়


১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুকে ঝড়

চলতি সপ্তাহের শুরুতে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সাঞ্জু স্যামসন। সেই ঘটনার ৪ দিনের মাথায় আরও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার, এবারও ঝড় উঠেছে রেকর্ডবুকে।

 

তার বয়সটা মাত্র ১৭ বছর ২৯২ দিন। এখনও খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে। যুবদলের ইনিংস সূচনার দায়িত্ব থাকে তারই কাঁধে। এবার একই দায়িত্ব নিয়ে বিজয় হাজারে ট্রফিতে গড়েছেন ইতিহাস। খেলেছেন ১৫৪ বলে ২০৩ রানের রেকর্ডগড়া এক ইনিংস।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×