
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক। বোর্ডের সূত্র জানিয়েছে, শনিবার (২৪ জানুয়ারি) চলমান বোর্ড সভার শুরুতেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে সূত্র জানায়, আপাতত ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগের কথা বলা হলেও ঠিক কী কারণে তিনি বিসিবি ছাড়ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত অক্টোবরে বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। পদত্যাগের সঙ্গে সঙ্গে তিনি ওই দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেটে এখন কঠিন সময় চলছে। আজ (২৪ জানুয়ারি) থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে, এবং তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই ক্রান্তিকালীন মুহূর্তে বোর্ড পরিচালকদের নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ঠিক এরই মধ্যে ফিক্সিং অভিযোগে পদত্যাগ করেন মোখলেসুর রহমান শামীম।
এরপরই বোর্ডের আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করায় দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা আরও বেড়েছে।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হন।