
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট মহলে উত্তেজনা নতুন মোড়ে রুপ নিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে, গত শনিবার বাংলাদেশকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের জায়গায় এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
এখন পরিস্থিতি আবারো ঘুরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কনফেডারেশন (আইসিসি) বাংলাদেশকে ফেরানোর সম্ভাবনা নিয়ে পুনর্বিবেচনা করছে, তবে এই সিদ্ধান্ত পাকিস্তানের উপর নির্ভর করছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে। গতকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে বোর্ড প্রধান মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার বা সোমবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তখন বাংলাদেশকে ফেরানো হবে।
পাকিস্তান ‘এ’ গ্রুপে খেলবে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পাকিস্তান যদি অংশ না নেয়, তবে পরিবর্তিত দলের হিসেবে বাংলাদেশকে একই গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া হবে।
এক সরকারি কর্মকর্তা বলেন, “পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”
এদিকে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে। কারণ বাংলাদেশকে সমর্থন জানিয়ে যে দল তারা বর্জন করবে, সেই দল যদি পাকিস্তানের জায়গায় খেলার সুযোগ পায়, তা হবে তাদের জন্য বড় ধরনের বিতর্কিত সিদ্ধান্ত। আইসিসি হয়তো এই কারণে এমন সতর্ক ইঙ্গিত দিয়েছে। এখন ক্রিকেট ভক্তদের নজর এখন পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস