
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান এখনো টুর্নামেন্ট বয়কটের পরিকল্পনা করছে না। সম্প্রতি বাংলাদেশের খেলার অনিশ্চয়তা নিয়ে তৈরি গুঞ্জনের প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্ট করল, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।
রোববার, ২৫ জানুয়ারি, পাকিস্তান বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে যে বিশ্বকাপ বয়কটের কোনও সম্ভাবনা নেই।
এর আগে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমোদন দেয়। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনা করার কথা উল্লেখ করেছিলেন।
মহসিন নাকভি বলেন, "ভারত ও পাকিস্তান অতীতে যে বিশেষ সুবিধা পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির সেই একই হাইব্রিড মডেল বা ভেন্যু বদলের নীতি অনুসরণ করা উচিত।"
বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা সম্পর্কে তিনি আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ফিরলেই এ বিষয়ে পিসিবির পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করা হবে।
কিন্তু পরবর্তী দিনই পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করায় বোঝা যায়, টুর্নামেন্টে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। পিসিবির বক্তব্য থেকে মনে হচ্ছে, পাকিস্তানের এই মনোভাব মূলত বাংলাদেশের পক্ষে সমর্থন জানানো এবং ভারতের বিপরীতে অবস্থান নেওয়ার একটি প্রতীকী উদ্যোগ।