
আগামী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা নির্ধারণ হলেও বিতর্ক যেন দিনদিন তীব্র হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অভিবাসন নীতি কেন্দ্র করে সরাসরি বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিয়েছেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।
বয়কটের আহ্বান করেছেন সুইস আইনজীবী ও দুর্নীতিবিরোধী অ্যাটর্নি মার্ক পিয়েথ। গত সপ্তাহে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা এবং অভিবাসন সংস্থার অত্যাচার দেশে সমর্থকদের উৎসাহহীন করে তুলছে। যুক্তরাষ্ট্রে না গিয়ে খেলাগুলো টেলিভিশনে দেখাই ভালো।”
পিয়েথের বক্তব্যকে সমর্থন জানিয়ে ব্লাটার এক্সে লিখেছেন, “সমর্থকদের জন্য একটাই পরামর্শ– যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন। মার্ক পিয়েথের উদ্বেগ যৌক্তিক।”
বিশ্বকাপ ঘিরে এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, যেখানে সমর্থক ও ফুটবল বিশ্ব একসঙ্গে চিন্তিত যুক্তরাষ্ট্র সফরের নিরাপত্তা ও নীতিনির্ভরতার ওপর।