
পাকিস্তান ক্রিকেটের নাটকীয় মোড় নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে একদিন আগে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে তরঙ্গ তুললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
দলের ঘোষণায় সবচেয়ে বড় চমক ছিল অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচক আকিব জাভেদ ও প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন, সাম্প্রতিক ফর্মের কারণে রিজওয়ানকে স্কোয়াডে রাখা হয়নি। তার স্থলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন খাজা নাফি, সাহিবজাদা ফারহান ও উসমান খান।
সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সালমান আলি আগা। এটি তার প্রথম মেগা ইভেন্ট, যেখানে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।
দলে রয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও শাদাব খানসহ অভিজ্ঞ ক্রিকেটাররা। নতুন ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, উসমান তারিক ও সালমান মির্জা।
শনিবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন আইসিসির ‘দ্বৈত নীতি’ নিয়ে সমালোচনা করেছিলেন এবং পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন অনেকেই মনে করেছিলেন পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কট করবে। আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে সেই জল্পনা আরও প্রবল হয়।
তবে রোববার স্কোয়াড ঘোষণা করে বোর্ড স্পষ্ট করে দিল, তারা আসরে অংশগ্রহণ করছে।
পাকিস্তান আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হবে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তান তাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।