
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সব জল্পনার অবসান ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন বিশ্বকাপে আর খেলার সুযোগ থাকছে না টাইগারদের। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিশ্বকাপের ম্যাচ ভারতে অনুষ্ঠিত হলে সেখানে খেলতে না পারার অবস্থান একাধিকবার আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় তিন সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত সূচি পরিবর্তনে সম্মতি দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার ২৪ জানুয়ারি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেন বিসিবি পরিচালকরা। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তিনি বলেন, ‘বিশ্বকাপেরটা পুরো নিরাপত্তার বিষয়। এমনটা আগে হয়ত হয়নি, এবার হয়েছে। বোর্ড থেকে বিবৃতি শুনেছেন নিরাপত্তার কারণে ভারতে আমাদের খেলা নিরাপদ না। একাধিকবার তাদের (আইসিসি) সাথে মিটিং হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও ছিলেন। তারা বলেছেন সূচি বদল সম্ভব না।’
আইসিসির অবস্থান মেনে নেওয়ার প্রসঙ্গে আমজাদ হোসেন আরও বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত আসে, সূচি বদল না হলে ভারতে গিয়ে (বাংলাদেশের) খেলা সম্ভব হবে না। আইসিসিকে আমরা বিনয়ের সাথে জানিয়েছি, এই সূচি অনুযায়ী আমাদের খেলা সম্ভব না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ভারতে গিয়ে খেলতে পারছি না আমরা, এখানে আলাদা কোনো ব্যাপারে আমরা যাচ্ছি না।’
এর মাধ্যমে নিরাপত্তা উদ্বেগকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অধ্যায় যে এখানেই শেষ হচ্ছে, তা স্পষ্ট হয়ে গেল।