
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল নারী ও পুরুষদের সাফ ফুটসাল টুর্নামেন্ট। সেই প্রথম আসরে আলো ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) মাঠে নামার পর থেকেই বাংলাদেশ আক্রমণে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৬-১ গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল যুক্ত করে তারা ম্যাচে বিপুল ব্যবধান গড়ে তোলে। টুর্নামেন্টের ইতিহাসে এটি এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।
অধিনায়ক সাবিনা খাতুন আজ ৪টি গোল করেছেন। টুর্নামেন্টে তার গোল সংখ্যা এখন ১৩। প্রতি ম্যাচে সাবিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররা। তার নেতৃত্বে বাংলাদেশ টানা দুইবার সাফ ফুটবলের পরে এবার ফুটসালেও শিরোপা জিতেছে।
বাংলাদেশ নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন বাটলার কাছে অপাঙক্তেয়। তাই জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও ডাক পাননি এই সাফজয়ী অধিনায়ক।
ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত দেশের মধ্যে সর্বোচ্চ স্কোরে শিরোপা তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নেয়। পুরুষ ফুটসাল দল তৃতীয় স্থানও অর্জন করতে পারেনি, অথচ নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে আনন্দ ফিরিয়েছে।
নারী দল প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র হয়। পরের ম্যাচে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালকে হারিয়ে শিরোপার পথে এগোতে থাকে লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ নিশ্চিত করে তারা।