বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা: ব্রিটিশ হিন্দু প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ যুক্তরাজ্যের মন্ত্রীর
- প্রকাশঃ ০১:৪৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায়, ব্রিটিশ হিন্দু প্রতিনিধিরা বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সাথে সাক্ষাৎ করেছেন।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
বিএইচএএসইউকের বিক্রম ব্যানার্জির নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে সহিংসতা, জোরপূর্বক ধর্মান্তর ও বৈষম্যের প্রতিবেদন।
পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের বৈঠকে বিএইচএইউকের প্রশান্ত পুরকায়স্থ পরিসংখ্যানগত বিশ্লেষণ করেন, যেখানে হিন্দু এইড ইউকের অজিত সাহা পরিস্থিতির সরাসরি রিপোর্ট করেন। ইনসাইট ইউকের প্রতিনিধিত্বকারী মিতেশ সেভানি ব্রিটেনের হিন্দু, শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় হিন্দু ছাত্র ফোরাম (এনএইচএসএফ ) থেকে শুচিস্মিতা মৈত্র যুব দৃষ্টিভঙ্গি সামনে এনে ও শিক্ষাগত সংস্কারসহ মূল প্রস্তাবগুলি তুলে ধরেন।
ক্যাথরিন ওয়েস্ট, যিনি পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সরকারে এই উদ্বেগগুলি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে ব্রিটিশ হিন্দু সংগঠনগুলি অ্যাডভোকেসি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছে।