৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান


৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

বলিউডের কিংবদন্তি শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে অগণিত হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বাণিজ্যিক ব্লকবাস্টারের পাশাপাশি স্বদেশ ও চক দে ইন্ডিয়া-র মতো ব্যতিক্রমী চলচ্চিত্রও রয়েছে তার ঝুলিতে। কিন্তু দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল তার জীবনের এক অপূর্ণ অধ্যায়।

ভক্তদের সেই আক্ষেপ মুছে দিলেন কিং খান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলি পরিচালিত সুপারহিট ছবি জওয়ান-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার অর্জন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে পোল্যান্ডে কিং সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। তবে জাতীয় পুরস্কার গ্রহণের জন্য তিনি বিশেষভাবে দিল্লি আসেন।

চলতি বছরের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম আগস্টেই প্রকাশিত হয়েছিল। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খানের পাশাপাশি টুয়েলভথ ফেল-এ অভিনয়ের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মাসে। আর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।

এবারের আসরে দাদাসাহেব ফালকে সম্মান পেয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×