জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার ভবনের লোন শোধে আলাদা কর্পোরেশন ও কমিটি

  • প্রকাশঃ ০১:৫৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার ভবনের লোন শোধে আলাদা কর্পোরেশন ও কমিটি

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সভায় ২৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের এই অংশের নেতৃত্বে রয়েছেন সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ। সংগঠনের ভবন ক্রয়কে কেন্দ্র করেই মূলত দুইভাগে বিভক্ত হয়ে পড়ে অ্যাসোসিয়েশন। যে ভবনকে কেন্দ্র করে বিভক্তি এবং মামলা মোকদ্দমা, সেই ভবন এখনো ঋণমুক্ত করা সম্ভব হয়নি। রিফাইন্যান্স করা সম্ভব হয়নি বদরুল হোসেন খান এবং রোকন হাকিমের নেতৃত্বাধীন অংশের মামলা এবং বাড়ির ওপর লিন বসানোর কারণে।

সেই ভবনকে লোন মুক্ত করতে সাধারণ সভায় জালালাবাদ ফান্ড ইনক নামে আলাদা করপোরেশন করা এবং তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী শেফাজ, লাল চৌধুরী ও আব্দুল চৌধুরী ওমেল।

তারা বলেন, ‘এই ভবনের বিপরীতে ২০০ শেয়ার বিক্রি করা হবে। যদিও কার্যকরি কমিটির পক্ষ থেকে ১০০ শেয়ার নেওয়ার কথা বলা হয়েছে। বাকি এক শত শেয়ার অন্যদের মধ্যে বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৫০০ ডলার। আগামী ৩ বছরের মধ্যে ১০ শতাংশ লভ্যাংশসহ এই অর্থ ফেরত দেওয়া হবে।’

এই শেয়ার ক্রয়ে তারা জালালাবাদবাসীর প্রতি আহ্বান জানান।

মইনুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুল গনি আসাদের পরিচালায় অনুষ্ঠানে ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শতকত আলী, সংগঠনের উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল ও আজিজুর রহমান সাবু, নির্বাচন কমিশনার আমিনুল হক চুন্নু, সাবেক সভাপতি শাহীন কামালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমান।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনা করেন-রয়েছ আহমদ, খলিলুর রহমান খলিল, রিয়াজি, শাহাবুদ্দিন, হুমায়ুন আহমেদ, ইয়ামিন রশীদ, নজিবুর রহমান, গৌস খান, জাবেদ খসরু, মখন মিয়া, বদরুল মহসিন, নজরুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, আব্দুল আহাদ, দুরুদ মিয়া রনেল।

সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

কোষাধ্যক্ষ মইনুজ্জামানের মায়ের মৃত্যুতে তিনি বাংলাদেশের থাকায় তার পক্ষে কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ।

হিসাবে উল্লেখ করা হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাবে রয়েছে ২২ হাজার ৩৬৭ দশমিক ৬৯ ডলার।

আসাদুল গনি আসাদে বলেন, ‘অনেকেই অপপ্রচার করেন আমরা ভবনের অর্থ পরিশোধ করছি না। গত বার মাসের রিসিড আমার কাছে রয়েছে।’

তিনি মিথ্যা প্রপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য জালালাবাদবাসীর প্রতি আহ্বান জানান।

আসাদুল গনি আসাদে বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান কার্যকরি কমিটির (২০২৪-২০২৭) আনুষ্ঠানিক মাত্রা শুরু। এ অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। তাই, নির্বাচন কমিশনসহ সব জালালাবাদবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আকুণ্ঠ চিত্তে।’

তিনি আগামী কর্মকাণ্ডের অংশ বিশেষ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে জালালাবাদবাসী সবার অংশগ্রহণের মধ্য দিয়ে জালালাবাদ ভবনে একটি পিঠা উৎসবের আয়োজন করা; আগামী ২১ ফেব্রুয়ারি অমর একুশে শহিদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন; আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা; আগামী ২ মার্চ সংগঠনের উদ্যোগে ধর্মী ভাবগাম্ভীর্যের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হবে কুইন্স প্যালেসে; মাদকবিরোধী ও নাশকতাবিরোধী সেমিনার; হাউজিং অ্যাসিস্ট্যান্স : কমিউনিটির বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের জন্য গৃহীত অ্যাফেডেবল হাউজিং কর্মসূচির ফলোআপ আবেদন করার সুযোগ সৃষ্টি করে দেওয়া; প্রাকৃতিক দুর্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো; আগামী জুলাই মাসের শেষের দিকে কুইন্সের এস্টোরিয়া পার্কে বৃহত্তর সিলেটের সব সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তথা জালালাবাদবাসীর এক মিলনমেলার আয়োজন এবং হাইস্কুলের একাদশ-দ্বাদশ কিংবা কলেজপড়ুয়া ছেলেমেয়ের জন্য বিভিন্ন অর্গানাইজেশনে ইনটার্নশিপের ব্যবস্থা করা।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×