শেখ হাসিনার গুলিতে ভয় পাইনি, কারো ছোড়া ডিমে কিছু যায়-আসে না: আখতার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করা হয়েছে।
আখতার হোসেন এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়–আসে না।” এই মন্তব্য তিনি জাতীয় নাগরিক পার্টির ডায়াসপোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দিয়েছেন।
তিনি আরও বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী। তারা সন্ত্রাস করবে।”
ভিডিওতে আখতার হোসেন এও বলেন, “এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুংকার দিচ্ছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে তাসনিম জারাকে (এনসিপির যুগ্ম আহ্বায়ক) উদ্দেশ্য করে। এটাই তাদের প্রকৃত চরিত্র।”
তিনি আরও মন্তব্য করেছেন, “বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর এমন হামলায় আমরা অবাক হই না। বরং মনে করি, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তা সামান্যই অগ্রসর হয়েছে। যারা পালিয়ে গেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে।”
আখতার হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে এবং দেশের বাইরে যারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছে, তাদের ফিরিয়ে নিয়ে বিচার নিশ্চিত করতে হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর সময় যুবলীগ নেতা মিজানুর রহমান তাঁকে ডিম নিক্ষেপ করেন।