প্রতীক ‘শাপলা’ না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস


প্রতীক ‘শাপলা’ না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, দলটির নির্বাচনী প্রতীক হবে ‘শাপলা’ ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “এতে কোনো আইনি বাধা নেই, তাই শাপলা প্রতীক ছাড়া নির্বাচন হবে না।”

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইলেকশন কমিশন সচিব জানিয়েছে তালিকায় শাপলা নেই, তাই আমাদের শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এটি কোনো আইনগত সমস্যা নয়, বরং তালিকায় না থাকার কারণে প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না।”

সারজিস আলম অভিযোগ করেছেন, “এনসিপি প্রথম নিবন্ধনের সময় স্পষ্টভাবে শাপলা প্রতীক চেয়েছিল। এতদিনেও তালিকায় এটি যুক্ত হয়নি। প্রশ্ন হচ্ছে, ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের দায়িত্ব ছিল? তারা কি নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের চাপ মেনে কাজ করেছে?”

তিনি আরও বলেন, “সকল ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে। অন্য কোনো বিকল্প নেই।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×