৪১৩ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন অকটেন কিনবে সরকার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সরকার ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা, যেখানে প্রতি ব্যারেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে এই ৫০ হাজার টন গ্যাসোলিন আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। ক্রয় প্রস্তাবে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫ সালে দেশের আপৎকালীন গ্যাসোলিন ৯৫ আনলেডেডের মোট চাহিদা প্রাক্কলন করা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টন। এ চাহিদার মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি ভিত্তিতে, ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এবং বাকি ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করা হবে। এ আমদানির অর্থায়ন করা হবে বিপিসির নিজস্ব বাজেট বরাদ্দ, জ্বালানি তেল বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ এবং অন্যান্য উৎস থেকে ঋণ নিয়ে।