৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৪:৩৮ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।

মিটিং উপলক্ষে ফোবানার ১১ টি স্টেটের ২৪ জন ডেলিগেট শনিবার (১৮ জানুয়ারি) আটলান্টায় পৌছান। শনিবার ছিল ৩৯তম ফোবানার সিনিয়র কো কনভেনর কাজী নাহিদের বাসায় ডিনার। রোববার সকালে ফোবানার ডেলিগেটরা  ফোবানার ফেন্যু পরিদর্শন করেন, সেখান থেকে দুপুরে তারা হোস্ট প্রেসিডেন্ট ডিউক খানের বাসায় ফোবানা ডেলিগেটরা লাঞ্চ ও মত বিনিময় সম্পন্ন করেন হোস্ট কমিটির সাথে।  

বাংলাধারার সাধারণ সম্পাদক রেজওয়ান হৃদয়ের পরিচালনায় ৩৯তম ফোবানার হোস্ট বাংলাধারার আয়োজনে কীক অব মিটিংটা ছিল তিন পর্বের। বাংলাধারার গুণিজন সংবর্ধনা, কীক অফ মিটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে তিনজনকে সংবর্ধনা ও সম্মামনা দেয়া হয়। তারা হলেন লেখক ও সাংবাদিক সামসুল আলম, সঙ্গীতশিল্পী হোসনে আরা বিন্দু ও তাসলিমা সুলতানা পলি।

কীক অফ মিটিং ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম,  গুইনেট কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ । তারা আটলান্টার বাংলাদেশী কমিউনিটির নানা একটিভিটির প্রশংসা করেন এবং ৩৯তম ফোবানার সাফল্য কামনা করেন।

দ্বিতীয় পর্বে কীক অফ মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ও মাহবুব ভুইয়ায় পরিচালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন ৩৯তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল। তিনি ফোবানার নানা শহরের ডেলিগেটদের আটলান্টায় স্বাগত জানান এবং বৈরী পরিবেশে উপস্থিত সুধিমহলকে শুভেচ্ছা জানান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফোবানার সাবেক চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া), সাবেক চেয়ারম্যান রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া) ও রেহান রেজা (কানসাস)।

শুভেচ্ছা বক্তব্য দেন ফোবানার নীর্বাহী সংসদের চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, সহ সভাপতি এম রহমান জহির, এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারি খালেদ আহমদ রউফ ও ট্রেজারার প্রিয়লাল কর্মকার

কীক অফ মিটিংয়ে ফোবানার ১১ টি স্টেট থেকে আসা ফোবানার সদস্য ও ফোবানার নির্বাহী সংসদের আউটস্ট্যান্ডিং সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

বক্তব্য দেন ৩৯তম আটলান্টা ফোবানার আয়োজক কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কোঅর্ডিনেটর দিলু মওলা, সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ, কমিউনিটি একটিভিস্ট আরেফিন বাবুল ও বাংলা বয়েজের মাহিন উদ্দিন দুলাল।

অনুষ্ঠানে নাহিদুল খান সাহেল বলেন, ‘আপনাদের সকলের সহযোগীতায় আটলান্টা ফোবানা সফলতা পাবে। আমাদের ২০০ হাজারের স্পন্সর প্রয়োজন। আশা করি, সব স্টেট থেকেই আমরা ভাল সাড়া পাব। আটলান্টা ফোবানায় নতুনত্ব থাকবে। আমরা ফোবানাকে সার্বজনিন করার চেষ্টা করব।’

মাহবুব ভুইয়া বলেন, ‘আমরা আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় মিট এন্ড গ্রিট করব। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপকহারে সাড়া দিচ্ছেন। আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে, একটি মান সম্পন্ন ফোবানার। আটলান্টার ফোবানায় সবচেয়ে বেশী স্টেট থেকে পারফর্মরা পারফর্ম করবেন। আমরা আটলান্টার সকলকে সম্পৃক্ত করেই একটি নান্দনিক ফোবানা উপহার দিব।’

মিটিংয়ে আটলান্টা কমিউনিটির সালেহ বাদল, মীর মুজিবুর রহমান, ব্যবসায়ী ও রংপুর রাইডার্সের মো. হাসান তারেক, এটর্নী রাজু মহাজন, লিয়াকত হোসেন আবু উপস্থিত ছিলেন।

মিটিংয়ে মাসুদ রব চৌধুরী বলেন, ‘ফোবানা যে কোন সময়ের চেয়ে অনেক গতিশীল। ফোবানা বহুমাত্রিক কাজে জড়িত। স্কলারশীপ ও চ্যারিটিসহ উত্তর আমেরিকা কমিউনিটিতে ফোবানা একটি লিডিং সংগঠন। ফোবানায় কোন বিভাজনের সুযোগ নাই।’

আবীর আলমগীর বলেন, ‘ফোবানার পরিধি প্রতি বছর বিস্তৃত হচ্ছে। ফোবানা উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতিতে যেমন ভুমিকা রাখে, ঠিক তেমনি ব্যবসায়ীদের নিকটও আইকন। ফোবানা একটি বড় প্লাটফর্ম; যেখানে নানা শহরের প্রতিভাবানরা আলোকিত হবার সুযোগ পান। ফোবানার নির্বাচিত নির্বাহী সংসদের সবাই খুবই আন্তরিকতার সাথে ফোবানাকে পরিচালনা করে থাকেন।’

মিটিংয়ের শেষ পর্বে ছিল ফিডব্যাকের রোমেল খান, হোসনে আরা বিন্দু, গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ ইকবাল, প্রিয়লাল কর্মকার, রাজিব হোসেন, হোসনে আরা বিন্দু, আবু রুমির সঙ্গীত পরিবেশনা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×