তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৫ এম, ১৮ অক্টোবর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মশাল মিছিল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় ফটকে এসে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে স্লোগান দেন— “তিস্তা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না”, “ন্যায্য পানির হিস্যা দিতে হবে, দিতে হবে।”
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “আজও তিস্তা পাড়ের লাখো মানুষের দুর্ভোগের শেষ হয়নি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন দেখতে চাই। তিস্তার মানুষ আর ত্রাণ চায় না, তারা এই দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই অবিলম্বে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “ভারত স্বাধীনতার পর থেকেই সীমান্তবর্তী নদীগুলোর ওপর একের পর এক বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক চুক্তি ও নিয়ম লঙ্ঘন করছে। তারা দাদাগিরি দেখিয়ে যাচ্ছে। এর ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। ভারত পরিকল্পিতভাবে একের পর এক বাঁধ দিয়ে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।”
শিক্ষার্থীরা বলেন, তিস্তা কেবল একটি নদী নয়—এটি উত্তরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বাস্তবতা। তাই এই প্রকল্প বাস্তবায়নকে সময়ের দাবি হিসেবে তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।