অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

রংপুরে আদালতের অভ্যন্তরে এক আসামির অভিনব প্রতারণার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অস্ত্র মামলার এক আসামি আদালতে হেঁটে আসার পর এজলাসে ঢোকার আগে হুইলচেয়ারে বসে নিজেকে গুরুতর অসুস্থ হিসেবে উপস্থাপন করেন। কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তার সেই অভিনয় ধোপে টেকেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির বিষয়টি নজরে এনে আসামির জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীকেও সতর্ক ও ভর্ৎসনা করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা থানার একটি অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন। তিনি আগে উচ্চ আদালত থেকে জামিনের নির্দেশ পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে রংপুর আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য ছিলেন। বৃহস্পতিবারই ছিল তার আত্মসমর্পণের শেষ দিন।
রংপুর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেন নগরীর মুলাটোল এলাকা থেকে পায়ে হেঁটে আদালতে প্রবেশ করেন। তবে এজলাসে ওঠার আগে হুইলচেয়ারে বসে নিজেকে গুরুতর অসুস্থ দাবি করেন। তার আইনজীবীও জামিন আবেদনে একই দাবি উল্লেখ করেন।
কিন্তু বিচারক আদালতের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি দেখে ফেলেন। এরপর তিনি মন্তব্য করেন, “আসামি সুস্থ ছিলেন। তিনি হেঁটে আদালতে এসেছেন। হুইলচেয়ারে বসে অসুস্থতার ভান করা আদালতের সঙ্গে প্রতারণা।”
পরে বিচারক বলেন, “সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে আদালতে বিভ্রান্ত করার চেষ্টা অনৈতিক ও অন্যায়।”
এরপর আনোয়ারের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের হাজতখানায় নেওয়ার সময় দেখা যায়, আনোয়ার স্বাভাবিকভাবে হাঁটছেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান, “আপনি যদি অসুস্থ হন, তাহলে এখন স্বাভাবিকভাবে হাঁটছেন কেন?”— তবে কোনো উত্তর না দিয়ে তিনি চুপচাপ হাজতখানায় প্রবেশ করেন।